শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ফের হারের হ্যাটট্রিক, পাঞ্জাবের কাছেও হার মহমেডানের

Sampurna Chakraborty | ০৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৪Sampurna Chakraborty


পাঞ্জাব এফসি - ২ (লুকা, ফিলিপ)

মহমেডান স্পোর্টিং - ০ 

আজকাল ওয়েবডেস্ক: আবার হারের হ্যাটট্রিক। শুক্রবার দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির কাছে ০-২ গোলে হারল মহমেডান স্পোর্টিং‌। ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে একই জায়গায় কলকাতার প্রধান। অন্যদিকে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠে এল পঞ্জাব। শেষ ছয় ম্যাচের পাঁচটিতে হার, একটি ড্র কলকাতার দলের। শুরুটা আশা জাগিয়ে করলেও শেষ হাফ ডজন ম্যাচে পারফরমেন্স গ্রাফ শুধুই নিম্নমুখী। এদিন পাঞ্জাবের হয়ে গোল করেন লুকা মাচজেন এবং ফিলিপ মির্সলজাক। তবে হারের দায় শুধুমাত্র আন্দ্রে চের্নিশভের ঘাড়ে চাপানো যাবে না। সমান দোষী ফুটবলাররা। যে দুটো সিটার মিস করেন রেমসাঙ্গা, না দেখলে বিশ্বাস হবে না। মাঞ্জোকিও ফিকে। কিছুটা চেষ্টা করেন অ্যালেক্সিস এবং ফ্রাঙ্কা। কিন্তু পার্থক্য গড়তে পারেননি। অন্যদিকে চলতি আইএসএলে প্রথমবার পরপর দু'ম্যাচে ক্লিনশিট রাখল পাঞ্জাব। 

শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটে হার। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মহমেডানের জয়ের জন্য ঝাঁপানো ছাড়া কোনও উপায় ছিল না। দুই দলই ৪-৩-৩ ফরমেশনে শুরু করে। প্রথমার্ধে খুব বেশি ওপেন সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। তবে বল পজেশন থেকে গোল লক্ষ্য করে শট, মহমেডানের বেশি ছিল। পাঞ্জাবের যাবতীয় আক্রমণ লুকাকে কেন্দ্র করে হয়। অন্যদিকে মহমেডানের আক্রমণভাগের মূলে ছিলেন অ্যালেক্সিস গোমেজ। বেশ কয়েকবার বাঁ দিক থেকে বিপজ্জনক দেখায় ফ্রাঙ্কাকে। কিন্ত সাদা কালোর জার্সিতে এখনও গোলমুখ খুলতে পারেননি ব্রাজিলীয়। সামনে ফানাই, মাঞ্জোকি এবং ফ্রাঙ্কাকে রেখে শুরু করেন আন্দ্রে চের্নিশভ। কিন্তু প্রথমার্ধে একটাই ওপেন সুযোগ কলকাতার দলের। ম্যাচের ১৮ মিনিটে আলেক্সিস গোমেজের পাস থেকে বাইরে মারেন রেমসাঙ্গা। প্রথম ৪৫ মিনিটে পাঞ্জাবেরও একটাই সুযোগ। ম্যাচের ১৫ মিনিটে লুকা মাচজেনের শট মহমেডান গোলকিপারের হাতে লেগে পোস্টে লাগে। বিরতিতে স্কোরলাইন গোলশূন্য। 

বিরতির পর শুরুটা ভালই করে মহমেডান।‌ কিন্তু সেই ফিনিশিংয়ের অভাব। যে দুটো সুযোগ মিস করেন রেমসাঙ্গা, ক্ষমার অযোগ্য। চের্নিশভের জন্য খারাপ লাগা স্বাভাবিক। ম্যাচের ৪৭ মিনিটে ফ্রাঙ্কার মাইনাস থেকে বাইরে মারেন রেমসাঙ্গা। পা ছোঁয়ালেই নিশ্চিত গোল। কিন্তু এই অবস্থায় বাইরে মারেন। তার কয়েক মিনিট পরই পাঞ্জাবের নিশ্চিত গোল বাঁচান মহমেডান কিপার ভাস্কর রায়। মির্সলজাকের শট ঝাঁপিয়ে পড়ে সেভ করেন। কিন্তু গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঞ্জাবকে। ম্যাচের ৫৮ মিনিটে দলকে এগিয়ে দেন লুকা মাচজেন। ফিলিপ মির্সলজাকের শট পোস্টে লেগে প্রতিহত হয়। রিকির পাস থেকে চলন্ত বলে ডান পায়ের শটে দুরন্ত ফিনিশ মাচজেনের। পাঞ্জাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মাদি তালালকে ছাপিয়ে যান। পাঞ্জাবের জার্সিতে ১৩ গোল করে ফেললেন লুকা। ম্যাচের ৬৬ মিনিটে ২-০। ভিদালের থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরাল শটে গোল মির্সলজাকের। অন্তিমলগ্নে হাতেগোনা দু'একবার হাফ চান্স পায় সাদা কালো ব্রিগেড। কিন্তু ব্যবধান কমেনি। টানা হারে আরও কোণঠাসা মহমেডান। 

 


#Mohammedan Sporting#Punjab FC#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...

তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...

দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...

কেমন আছেন কাম্বলি?‌ জানুন চিকিৎসক কী বলছেন

'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...

অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...

পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...



সোশ্যাল মিডিয়া



12 24