মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ফের হারের হ্যাটট্রিক, পাঞ্জাবের কাছেও হার মহমেডানের

Sampurna Chakraborty | ০৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৪Sampurna Chakraborty


পাঞ্জাব এফসি - ২ (লুকা, ফিলিপ)

মহমেডান স্পোর্টিং - ০ 

আজকাল ওয়েবডেস্ক: আবার হারের হ্যাটট্রিক। শুক্রবার দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির কাছে ০-২ গোলে হারল মহমেডান স্পোর্টিং‌। ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে একই জায়গায় কলকাতার প্রধান। অন্যদিকে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠে এল পঞ্জাব। শেষ ছয় ম্যাচের পাঁচটিতে হার, একটি ড্র কলকাতার দলের। শুরুটা আশা জাগিয়ে করলেও শেষ হাফ ডজন ম্যাচে পারফরমেন্স গ্রাফ শুধুই নিম্নমুখী। এদিন পাঞ্জাবের হয়ে গোল করেন লুকা মাচজেন এবং ফিলিপ মির্সলজাক। তবে হারের দায় শুধুমাত্র আন্দ্রে চের্নিশভের ঘাড়ে চাপানো যাবে না। সমান দোষী ফুটবলাররা। যে দুটো সিটার মিস করেন রেমসাঙ্গা, না দেখলে বিশ্বাস হবে না। মাঞ্জোকিও ফিকে। কিছুটা চেষ্টা করেন অ্যালেক্সিস এবং ফ্রাঙ্কা। কিন্তু পার্থক্য গড়তে পারেননি। অন্যদিকে চলতি আইএসএলে প্রথমবার পরপর দু'ম্যাচে ক্লিনশিট রাখল পাঞ্জাব। 

শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটে হার। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মহমেডানের জয়ের জন্য ঝাঁপানো ছাড়া কোনও উপায় ছিল না। দুই দলই ৪-৩-৩ ফরমেশনে শুরু করে। প্রথমার্ধে খুব বেশি ওপেন সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। তবে বল পজেশন থেকে গোল লক্ষ্য করে শট, মহমেডানের বেশি ছিল। পাঞ্জাবের যাবতীয় আক্রমণ লুকাকে কেন্দ্র করে হয়। অন্যদিকে মহমেডানের আক্রমণভাগের মূলে ছিলেন অ্যালেক্সিস গোমেজ। বেশ কয়েকবার বাঁ দিক থেকে বিপজ্জনক দেখায় ফ্রাঙ্কাকে। কিন্ত সাদা কালোর জার্সিতে এখনও গোলমুখ খুলতে পারেননি ব্রাজিলীয়। সামনে ফানাই, মাঞ্জোকি এবং ফ্রাঙ্কাকে রেখে শুরু করেন আন্দ্রে চের্নিশভ। কিন্তু প্রথমার্ধে একটাই ওপেন সুযোগ কলকাতার দলের। ম্যাচের ১৮ মিনিটে আলেক্সিস গোমেজের পাস থেকে বাইরে মারেন রেমসাঙ্গা। প্রথম ৪৫ মিনিটে পাঞ্জাবেরও একটাই সুযোগ। ম্যাচের ১৫ মিনিটে লুকা মাচজেনের শট মহমেডান গোলকিপারের হাতে লেগে পোস্টে লাগে। বিরতিতে স্কোরলাইন গোলশূন্য। 

বিরতির পর শুরুটা ভালই করে মহমেডান।‌ কিন্তু সেই ফিনিশিংয়ের অভাব। যে দুটো সুযোগ মিস করেন রেমসাঙ্গা, ক্ষমার অযোগ্য। চের্নিশভের জন্য খারাপ লাগা স্বাভাবিক। ম্যাচের ৪৭ মিনিটে ফ্রাঙ্কার মাইনাস থেকে বাইরে মারেন রেমসাঙ্গা। পা ছোঁয়ালেই নিশ্চিত গোল। কিন্তু এই অবস্থায় বাইরে মারেন। তার কয়েক মিনিট পরই পাঞ্জাবের নিশ্চিত গোল বাঁচান মহমেডান কিপার ভাস্কর রায়। মির্সলজাকের শট ঝাঁপিয়ে পড়ে সেভ করেন। কিন্তু গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঞ্জাবকে। ম্যাচের ৫৮ মিনিটে দলকে এগিয়ে দেন লুকা মাচজেন। ফিলিপ মির্সলজাকের শট পোস্টে লেগে প্রতিহত হয়। রিকির পাস থেকে চলন্ত বলে ডান পায়ের শটে দুরন্ত ফিনিশ মাচজেনের। পাঞ্জাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মাদি তালালকে ছাপিয়ে যান। পাঞ্জাবের জার্সিতে ১৩ গোল করে ফেললেন লুকা। ম্যাচের ৬৬ মিনিটে ২-০। ভিদালের থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরাল শটে গোল মির্সলজাকের। অন্তিমলগ্নে হাতেগোনা দু'একবার হাফ চান্স পায় সাদা কালো ব্রিগেড। কিন্তু ব্যবধান কমেনি। টানা হারে আরও কোণঠাসা মহমেডান। 

 


#Mohammedan Sporting#Punjab FC#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মোহনবাগান সুপারজায়েন্টের পর এবার ইংল্যান্ড, ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বড়সড় বাজিমাত আরপিএসজি গ্রুপের...

নাগপুরে কোহলির সামনে ঐতিহাসিক রেকর্ডের সুযোগ, এই কাজটা করতে পারলেই কেল্লাফতে! সচিনকে ছাড়িয়ে যাবেন তিনি...

অফ স্টাম্পের বাইরে বল করতে হবে বিরাটকে! রঞ্জি শুরুর আগে সাংওয়ানকে এই পরামর্শ কে দিয়েছিলেন জানেন?...

পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...

সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...

বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...

২৪ ঘণ্টারও কম সময়ে দু’‌দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?‌...

পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...

অভিষেকের রেকর্ড শতরান, শামির দুরন্ত বোলিংয়ে ছারখার ইংল্যান্ড, দাপুটে জয়ে সিরিজ পকেটে পুরল ভারত...

মুম্বইয়ে ফিরলেন সামি, বিশ্রাম দেওয়া হল কাকে?

এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ফাইনালে মুখোমুখি হবে কোন দুই দেশ? ভবিষ্যদ্বাণী শাস্ত্রী-পন্টিংয়ের ...

কোহলি-রোহিতকে নিয়ে চিন্তায় দেশ, স্বস্তির কথা শোনালেন সৌরভ, কী বললেন তিনি? ...

তারকা ফুটবলারদের সৌদি যাওয়া রুখতে অভিনব উপায় বার্সেলোনার, কী করল ইয়ামালের ক্লাব? ...

লজ্জার হারে মহমেডান সমর্থকদের বিক্ষোভ, ১৫টি ক্লিনশিট রাখাই লক্ষ্য শুভাশিসের...

চার গোলে রিংমাস্টার কামিন্স, মহমেডানকে হেলায় হারাল মোহনবাগান...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য ভূমিকায় দেখা যাবে বাবর আজমকে, জানিয়ে দিল পিসিবি ...

সামিকে নিয়ে আশার বাণী শোনালেন মর্কেল, কী বললেন ভারতের বোলিং কোচ? ...

ভিনিসিয়াস কি রিয়াল ছাড়ছেন? সৌদির লোভনীয় টাকার প্রস্তাব পেয়ে ব্রাজিলীয় তারকা যা বললেন......



সোশ্যাল মিডিয়া



12 24